ফার্মগেটে মেট্রোরেলের গার্ডার পড়ে নিহত ১, কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন স্বজনরা রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (গার্ডারের অংশ) விழுর এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৫)। রোববার (২৬ অক্টোবর, ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝে এই দুর্ঘটনা
ফার্মগেটে মেট্রোরেলের গার্ডার পড়ে নিহত ১, কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন স্বজনরা
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (গার্ডারের অংশ) விழுর এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৫)। রোববার (২৬ অক্টোবর, ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
নিহতের স্ত্রী আইরিন আক্তার এটিকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ। তেজগাঁও থানায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, হত্যা। এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে এই ক্ষতিপূরণ হবে না।’ তিনি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও যোগ করেন, “আমার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩ বছর। বাচ্চা দুটি তাদের বাবাকে হারাল। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?”
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা এবং উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তার শ্যালক জানান, তিনি কী কারণে ফার্মগেটে গিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা জানেন না।
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *