সফটওয়্যারের জগতে আসছে বড়সড় পরিবর্তন। কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ গুগলের রিক ওস্টারলো এই জল্পনা নিশ্চিত করেছেন যে, এবার অ্যানড্রয়েড এবং ক্রোম অপারেটিং সিস্টেম (ওএস) এক হতে চলেছে। এর মধ্য দিয়ে স্মার্টফোন এবং পার্সোনাল কম্পিউটারের (পিসি) অপারেটিং সিস্টেমের দীর্ঘদিনের পার্থক্য মুছে দিতে চাইছে গুগল। আমেরিকান এক্সিকিউটিভ এবং গুগলের ডিভাইস ও সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলো
সফটওয়্যারের জগতে আসছে বড়সড় পরিবর্তন। কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ গুগলের রিক ওস্টারলো এই জল্পনা নিশ্চিত করেছেন যে, এবার অ্যানড্রয়েড এবং ক্রোম অপারেটিং সিস্টেম (ওএস) এক হতে চলেছে। এর মধ্য দিয়ে স্মার্টফোন এবং পার্সোনাল কম্পিউটারের (পিসি) অপারেটিং সিস্টেমের দীর্ঘদিনের পার্থক্য মুছে দিতে চাইছে গুগল।
আমেরিকান এক্সিকিউটিভ এবং গুগলের ডিভাইস ও সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলো বলেন, “আমরা পিসি ও স্মার্টফোনের জন্য যে সিস্টেম তৈরি করেছিলাম, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই বিভেদ ঘুচিয়ে এখন একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
এই পদক্ষেপের অর্থ হলো, গুগল এখন ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপ পর্যন্ত সব ধরনের ডিভাইসের জন্য অ্যানড্রয়েডকে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।
একত্রীকরণের কারণ
মূলত গুগল চাইছে জেমিনাই এআই, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের সব অ্যাপস যেন সব পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরাও সহজে ব্যবহার করতে পারেন। মোবাইল ও পিসির জন্য একই অপারেটিং সিস্টেম চালু হলে, এই অভিজ্ঞতা দুই পক্ষের মধ্যেই ভাগ করে নেওয়া সম্ভব হবে।
কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামন এই নতুন সফটওয়্যারের ঝলক দেখেছেন। তিনি বলেন, “আমি নতুন এই ওএস দেখেছি, এটা দারুণ। মোবাইল ও পিসির অভিন্নতার স্বপ্নকে বাস্তবায়িত করবে এই সিস্টেম।”
যদিও এই নতুন ওএস কবে নাগাদ বাজারে আসবে, সেই স্পষ্ট সময়সীমা গুগল এখনো জানায়নি। তবে মনে করা হচ্ছে, এই পদক্ষেপ পিসির বাজারে মাইক্রোসফ্ট বা অ্যাপলের একচেটিয়া আধিপত্যের ওপর সরাসরি আঘাত হানবে।
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *