728 x 90

দাসত্ব থেকে খিলাফতের যোগ্য আসনে: ত্যাগী সাহাবি সালিম (রা.)-এর সংক্ষিপ্ত জীবনী

দাসত্ব থেকে খিলাফতের যোগ্য আসনে: ত্যাগী সাহাবি সালিম (রা.)-এর সংক্ষিপ্ত জীবনী

  ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণকারী অন্যতম ত্যাগী সাহাবি হলেন সালিম (রা.)। ইরানি বংশোদ্ভূত এই মহান সাহাবি মূলত পারস্যের ‘ইসতাখার’ অঞ্চলের অধিবাসী ছিলেন। তিনি আবু হুযাইফা (রা.)-এর আজাদকৃত দাস হিসেবেই অধিক পরিচিত। তিনি প্রথমে সুবাইতা আল-আনসারিয়া (রা.)-এর দাস হিসেবে মদিনায় আসেন। সুবাইতা (রা.) তাঁকে মুক্ত করে দিলে আবু হুযাইফা (রা.) তাঁকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেন। যদিও

 

ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণকারী অন্যতম ত্যাগী সাহাবি হলেন সালিম (রা.)। ইরানি বংশোদ্ভূত এই মহান সাহাবি মূলত পারস্যের ‘ইসতাখার’ অঞ্চলের অধিবাসী ছিলেন। তিনি আবু হুযাইফা (রা.)-এর আজাদকৃত দাস হিসেবেই অধিক পরিচিত।

তিনি প্রথমে সুবাইতা আল-আনসারিয়া (রা.)-এর দাস হিসেবে মদিনায় আসেন। সুবাইতা (রা.) তাঁকে মুক্ত করে দিলে আবু হুযাইফা (রা.) তাঁকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেন। যদিও পালকপুত্র প্রথা বাতিলের পর তিনি ‘মাওলা আবী হুযাইফা’ (আবু হুযাইফার আজাদকৃত দাস) নামে পরিচিত হন।

ইসলাম গ্রহণ ও ইলমি মর্যাদা

সালিম (রা.) তাঁর অভিভাবক আবু হুযাইফা (রা.)-এর সঙ্গে মক্কায় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁরা দু’জনেই কাফিরদের কঠোর নির্যাতন সহ্য করেন এবং দ্বীন ও ঈমান রক্ষার স্বার্থে রাসুল (সা.)-এর হিজরতের আগেই মদিনায় হিজরত করেন।

দাসত্বের জিঞ্জির থেকে মুক্ত হয়ে সালিম (রা.) জ্ঞান ও মর্যাদার আসনে সমাসীন হন। তাঁর ইলমি দক্ষতা ও মর্যাদার প্রমাণ পাওয়া যায় খলিফা উমর (রা.)-এর মন্তব্যে। উমর (রা.) মৃত্যুর আগে পরবর্তী খলিফা নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, “আজ যদি সালিম জীবিত থাকত, কোনো কমিটি গঠন ছাড়াই আমি খিলাফতের দায়িত্ব তার হাতে তুলে দিতাম।”

কিরাত ও সুমধুর তিলাওয়াত

সালিম (রা.) ইলমুল কিরাত (বিশুদ্ধ কোরআন পাঠ-বিদ্যা)-এ অত্যন্ত দক্ষ ছিলেন। তাঁর সুমধুর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ ছিলেন খোদ রাসুল (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.)। রাসুল (সা.) সাহাবিদেরকে চারজনের কাছ থেকে কোরআন শিখতে উদ্বুদ্ধ করেছিলেন, তাঁদের মধ্যে সালিম (রা.) ছিলেন অন্যতম। এই মর্যাদার কারণে তিনি সাহাবায়ে কিরামের মধ্যে বিশেষভাবে সম্মানিত ছিলেন এবং রাসুল (সা.)-এর হিজরতের পূর্বে মদিনার মসজিদে কুবার ইমামতি করতেন। প্রথম দুই খলিফা আবু বকর (রা.) ও উমর (রা.)-এর মতো বিশিষ্ট সাহাবিরাও তাঁর পেছনে নামাজ আদায় করেছেন।

শাহাদাতবরণ

সালিম (রা.) বদর, উহুদ, খন্দকসহ রাসুল (সা.)-এর সঙ্গে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আবু বকর (রা.)-এর খিলাফতের প্রথম দিকেই ১২ হিজরি সনে সংঘটিত ভয়াবহ ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাতবরণ করেন। মজার বিষয়, এই যুদ্ধে তাঁর ইসলাম গ্রহণকারী সঙ্গী আবু হুযাইফা (রা.)-ও শহীদ হন। একসঙ্গে ইসলাম গ্রহণ, একসঙ্গে হিজরত এবং সবশেষে একসঙ্গে শাহাদাতবরণ করে তাঁরা এক স্থানে চিরনিদ্রায় শায়িত হন।

Fahim Ahmed
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos