মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার এবং এনসিপি নেতা আজাদ খান ভাসানী চিকিৎসাজনিত কারণে ‘অর্জিত ছুটিতে’ (Earned Leave) থেকেও মাঠপর্যায়ে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সুপারিশকৃত রিপোর্ট অনুযায়ী, ‘লোয়ার লিম্ব ব্যাক পেইন’ সমস্যার জন্য ২০২৫ সালের ৩রা আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনের
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার এবং এনসিপি নেতা আজাদ খান ভাসানী চিকিৎসাজনিত কারণে ‘অর্জিত ছুটিতে’ (Earned Leave) থেকেও মাঠপর্যায়ে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সুপারিশকৃত রিপোর্ট অনুযায়ী, ‘লোয়ার লিম্ব ব্যাক পেইন’ সমস্যার জন্য ২০২৫ সালের ৩রা আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ দিনের বেড রেস্টে থাকার জন্য তিনি মেডিকেল ছুটি মঞ্জুর করান।
ছুটি নিয়েও সক্রিয় রাজনীতি
তবে সরজমিনে দেখা গেছে, ছুটি শুরুর মাত্র চারদিন পর অর্থাৎ ৭ই আগস্ট থেকেই আজাদ খান ভাসানী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। জনসংযোগ, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে তাঁকে দেখা গেছে।
মাভাবিপ্রবি আইন ২০০১-এর ৪৭ নম্বর ধারা এবং রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, তিনি সরকারি কর্মচারী আচরণবিধির একাধিক ধারা ভঙ্গ করে চলতি বছরের মে মাস থেকে প্রকাশ্যে রাজনৈতিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করছেন।
কর্মকর্তার বক্তব্য ও অস্বচ্ছতা
মাঠ পর্যায়ে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালানো সত্ত্বেও কেন তাঁর মেডিকেল ছুটি ফরওয়ার্ড করা হলো, এমন প্রশ্নের উত্তরে ডিন ড. মো. ইদ্রিস আলী বলেন, প্রক্রিয়া মেনেই ছুটি ফরওয়ার্ড করা হয়েছে। কেউ বাইরে কি করলো না করলো, সেটা আমার দেখার বিষয় না। পরবর্তীতে কোনো রিপোর্ট এলে, প্রশাসনিক বডিকে জানানো হবে।
অন্যদিকে, ডিন ড. মো. ইদ্রিস আলীর তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও আজাদের অফিস উপস্থিতির রেকর্ড তথ্য অধিকার আইনে চাওয়া হলে তিনি কোনো তথ্য দেননি, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
আজাদ খান ভাসানীর দাবি
এ বিষয়ে জানতে চাইলে আজাদ খান ভাসানী বলেন, “কোথাও গেলে কোমরের বেল্ট ব্যবহার করেই যাই… অর্জিত ছুটিগুলো মেডিকেল কারণ ছাড়া কাটানো যায় না। লোন থাকায় এখনো চাকরি ছাড়তে পারছি পারছি না, তবে সুযোগ পেলে ছেড়ে দেবো।” তিনি আরও বলেন, ছুটি শেষ হলে আবারও অর্জিত ছুটি নেওয়ার চেষ্টা করবেন।
পরিবারের প্রশ্ন
উল্লেখ্য, আজাদ খান ভাসানী মজলুম জননেতা মাওলানা ভাসানীর নাতি। তাঁর এই দ্বিমুখী আচরণ নিয়ে পরিবারের ভেতরেও প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভাসানী পরিবারের একজন সদস্য বলেন, “আজাদ সব সময় ভাসানীর নাম ব্যবহার করে নিজের ফায়দা লুটছে। কিন্তু ভাসানীর আদর্শ এমন ছিল না। ভাসানী স্বার্থের রাজনীতি করতেন না।”
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *