বিভেদ ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত প্রদর্শন করলো লন্ডনের টাওয়ার হ্যামলেটস। শনিবার (দিনটি উল্লেখ করা হয়েছে) দুপুরে হোয়াইটচ্যাপেল টাউন হলের সামনে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজারো মানুষ সমবেত হয়ে এক বিশাল জনসমুদ্রের রূপ নেয়। পূর্ব ঘোষিত এই শান্তি র্যালিতে রাজনীতিক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত
বিভেদ ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত প্রদর্শন করলো লন্ডনের টাওয়ার হ্যামলেটস। শনিবার (দিনটি উল্লেখ করা হয়েছে) দুপুরে হোয়াইটচ্যাপেল টাউন হলের সামনে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজারো মানুষ সমবেত হয়ে এক বিশাল জনসমুদ্রের রূপ নেয়। পূর্ব ঘোষিত এই শান্তি র্যালিতে রাজনীতিক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
উপস্থিত সকলেই একবাক্যে বলেন, বর্ণবাদ ও বিভেদের কোনো স্থান নেই টাওয়ার হ্যামলেটসে, নেই কোনো বিভাজনের সুযোগ। বক্তারা ঘোষণা করেন, “ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল আমরা ঐক্যবদ্ধ শান্তিপূর্ণভাবে ঠেকিয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে। এই বিজয় কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়, এটি শান্তিকামী মানুষের বিজয়।”
মেয়র ও করবিন-এর বার্তা
বিশাল এই সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন এমপি, ইউনাইটেড ইস্টএন্ড এর চেয়ার ড. গ্লিন রবিন সহ আরও অনেকে।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই সমাবেশ আমাদের বৈচিত্র্য উদযাপনের এবং কমিউনিটিকে একত্রিত রাখার একটি উদাহরণ। আমরা অতীতের মতো এবারও প্রমাণ করেছি যে বিভেদের শক্তি কখনোই ইস্টএন্ডে জয়ী হতে পারেনি, এবং ভবিষ্যতেও পারবে না।” তিনি শান্তিপূর্ণ সমাবেশের পেছনে ভূমিকা পালনকারী সকলকে ধন্যবাদ জানান।
বিশিষ্ট রাজনীতিবিদ ও এমপি জেরেমি করবিন মেয়র লুৎফর রহমান সহ সকল সংগ্রামী মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবসময় টাওয়ার হ্যামলেটসের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে টমি রবিনসনের মতো বর্ণবাদীদের কোনো স্থান নেই।” তিনি আরও বলেন, তাঁর মা ১৯৩৬ সালে ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিটে’ জুইস কমিউনিটিকে সমর্থন জানাতে এখানে এসেছিলেন, আজ তিনি এসেছেন এই জনগণের পাশে দাঁড়াতে।
ঐক্যই শক্তি
স্ট্যান্ড আপ টু রেসিজম এর কো চেয়ার সাবি দেলু ও ইউনাইটেড ইস্টএন্ড এর ফাউন্ডিং মেম্বার ড. আবদুল্লাহ ফালিক-এর পরিচালনায় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেন যে, কোনো ‘ফার রাইট’ বা বর্ণবাদী মতবাদকে কখনোই টাওয়ার হ্যামলেটস প্রশ্রয় দেবে না। তাঁরা স্মরণ করিয়ে দেন, ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’ থেকে শুরু করে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনোই টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
উল্লেখ্য, ইউকিপ (UKIP)-এর বিক্ষোভ কর্মসূচি কমিউনিটিতে গুরুতর অস্থিরতা তৈরি করার আশঙ্কা থাকায় মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তার স্বার্থে তাদের সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এর বিপরীতে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে এই শান্তি সমাবেশটির আয়োজন করা হয়।
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *