দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজ়ুয়েলার জলসীমায় ফের হামলা চালিয়েছে আমেরিকার সেনা। শুক্রবার আকাশপথে হামলা চালিয়ে একটি জলযান উড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। সাম্প্রতিক সময়ে এই নিয়ে চতুর্থবার ভেনেজ়ুয়েলায় মার্কিন সামরিক হামলার ঘটনা ঘটলো। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার এই হামলার দায় স্বীকার করেছেন। তাঁর
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজ়ুয়েলার জলসীমায় ফের হামলা চালিয়েছে আমেরিকার সেনা। শুক্রবার আকাশপথে হামলা চালিয়ে একটি জলযান উড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। সাম্প্রতিক সময়ে এই নিয়ে চতুর্থবার ভেনেজ়ুয়েলায় মার্কিন সামরিক হামলার ঘটনা ঘটলো।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার এই হামলার দায় স্বীকার করেছেন। তাঁর যুক্তি, উড়িয়ে দেওয়া জলযানটিতে মাদক পাচার করা হচ্ছিল। এর আগেও পেন্টাগন মাদক পাচারচক্র ‘ট্রেন ডি আরাগুয়া’ কার্টেলের জাহাজ বলে চিহ্নিত করে এমনভাবে হামলা চালিয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, আমেরিকায় মাদক চোরাচালানের জন্য মূল দায়ী ভেনেজ়ুয়েলা। সেই কারণে লাতিন আমেরিকার এই দেশটিকে ‘শিক্ষা দেওয়া’ প্রয়োজন।
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *