আমেরিকায় চলমান সরকারি অচলাবস্থা (শাটডাউন)-এর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী সপ্তাহ থেকেই খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে। দেশটির কৃষি দফতর ঘোষণা করেছে, এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী ৪ কোটিরও বেশি মানুষ নভেম্বর মাসে আর এই সুবিধা পাবেন না। মার্কিন কৃষি দফতরের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সরকারি সাহায্যের ভাঁড়ার তলানিতে ঠেকেছে। ফলে নভেম্বর
আমেরিকায় চলমান সরকারি অচলাবস্থা (শাটডাউন)-এর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী সপ্তাহ থেকেই খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে। দেশটির কৃষি দফতর ঘোষণা করেছে, এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী ৪ কোটিরও বেশি মানুষ নভেম্বর মাসে আর এই সুবিধা পাবেন না।
মার্কিন কৃষি দফতরের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সরকারি সাহায্যের ভাঁড়ার তলানিতে ঠেকেছে। ফলে নভেম্বর মাসে ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (SNAP) বা ‘স্ন্যাপ’ কর্মসূচিটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের তহবিলে নেই। খাদ্য সহায়তা বন্ধ রাখার এই সিদ্ধান্তের জন্য সেনেটর এবং ডেমোক্র্যাটদেরই দায়ী করেছে কৃষি দফতর।
সঙ্কটের চিত্র
পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন মুলুকে প্রতি আট জনের মধ্যে একজন ‘স্ন্যাপ’-এর সুবিধা পান। এর আওতায় পরিবারগুলি গড়ে ১৯০ থেকে ৩৫৬ মার্কিন ডলার আর্থিক সুবিধা পায়।
চলতি মাসের শুরুতে জরুরি তহবিলের জমানো অর্থ খাদ্য সহায়তা তহবিলে ঢালতে অস্বীকার করে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি ছিল, অদূর ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই অর্থের প্রয়োজন পড়বে।
এদিকে, সোমবার মার্কিন সরকারি অচলাবস্থা ২৭তম দিনে পা রেখেছে, যা সে দেশের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম অচলাবস্থা। বেতন ছাড়াই কাজ করছেন জরুরি পরিষেবাক্ষেত্রে কর্মরত সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে খাদ্য সহায়তা বন্ধ হওয়ায় দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড়সড় সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে।
ডেমোক্র্যাটদের নিন্দা
প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি তহবিলের অর্থ ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসওম্যান রোসা ডেলারো এবং অ্যাঞ্জি ক্রেগ এই সিদ্ধান্তকে “সম্ভবত ট্রাম্প প্রশাসনের করা সবচেয়ে নিষ্ঠুর এবং বেআইনি অপরাধ” হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে দেশের এই সঙ্কটের মধ্যে আর্জেন্টিনাকে আর্থিক সহায়তা প্রদান ও হোয়াইট হাউসে নতুন বলরুম তৈরির মতো বিষয়গুলোরও সমালোচনা করেন তাঁরা।
Channel July 36 







Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *