ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল (Davao Occidental) প্রদেশের উপকূলে একটি শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভোলকস’ (PHIVOLCS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল বালুট দ্বীপ থেকে প্রায়
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল (Davao Occidental) প্রদেশের উপকূলে একটি শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভোলকস’ (PHIVOLCS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে মিনদানাও অঞ্চলের বিভিন্ন প্রদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। তবে প্রাথমিক প্রতিবেদনে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও, ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইনে প্রায়ই এমন ভূমিকম্প অনুভূত হয়।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *