রাজধানীর গুলশানে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকা মসজিদ সংলগ্ন ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মীম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের বাসিন্দা।
রাজধানীর গুলশানে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকা মসজিদ সংলগ্ন ৮৯ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মীম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর একটি বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীম ওই ফ্ল্যাটে নুসরাত নামে অন্য এক তরুণীর সঙ্গে সাবলেট থাকতেন। গত ১৬ জানুয়ারির পর থেকে মীমের পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাসায় এসে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে তার নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট নুসরাতকে আটক করেছে পুলিশ। মীমের বড় বোন শাহিদা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *