প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য অর্জনে তিনি ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এই তথ্য জানান। সিইসি বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য অর্জনে তিনি ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এই তথ্য জানান।
সিইসি বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে হলে দুমাস আগে তফসিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।”
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। সভায় বরিশাল অঞ্চলের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী তাঁরা দেশের মানুষকে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান। নির্বাচন বিষয়ে আলোচনার জন্য সিইসি শুক্রবার সকালেই বরিশাল পৌঁছান।
Channel July 36 








Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *