রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি গভীর শোকে স্মরণ করেছে ১৯৭১ সালের নৃশংস হত্যাকাণ্ড। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে সকাল ৭টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর সকাল সাড়ে ৭টার কাছাকাছি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুই নেতাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি গভীর শোকে স্মরণ করেছে ১৯৭১ সালের নৃশংস হত্যাকাণ্ড। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে সকাল ৭টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর সকাল সাড়ে ৭টার কাছাকাছি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দুই নেতাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা পুরো পরিবেশকে শোকাবহ করে তোলে।
শ্রদ্ধা নিবেদনের পর তারা উপদেষ্টা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা দেশকে মেধাশূন্য করতে অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলীসহ শতাধিক কৃতী সন্তানকে নির্মমভাবে হত্যা করে।
সারাদিন মিরপুর ও রায়েরবাজার স্মৃতিসৌধে হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পৃথক বাণীতে দুই নেতাই শহীদদের আদর্শ ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *