থাইল্যান্ডে নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ার ধারাবাহিকতায় ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) সকালে রাজধানী ব্যাংককের উপকণ্ঠ সামুত সাখোন প্রদেশের রামা-২ মহাসড়কে একটি চলন্ত গাড়ির ওপর বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, মহাসড়কের ওপর দিয়ে নির্মাণাধীন একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনটি হঠাৎ বিকল হয়ে
থাইল্যান্ডে নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ার ধারাবাহিকতায় ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) সকালে রাজধানী ব্যাংককের উপকণ্ঠ সামুত সাখোন প্রদেশের রামা-২ মহাসড়কে একটি চলন্ত গাড়ির ওপর বিশালাকৃতির ক্রেন ভেঙে পড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, মহাসড়কের ওপর দিয়ে নির্মাণাধীন একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনটি হঠাৎ বিকল হয়ে নিচে থাকা দুটি চলন্ত যানবাহনের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান এবং আরও অন্তত ৫ জন গুরুতর আহত হন। এই মহাসড়কটি স্থানীয়ভাবে ‘ডেথ রোড’ বা মৃত্যু সড়ক হিসেবে পরিচিত, কারণ গত কয়েক বছরে এখানে একাধিক নির্মাণ দুর্ঘটনা ঘটেছে।
উদ্বেগজনক বিষয় হলো, এই দুর্ঘটনার মাত্র একদিন আগে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দেশটির নাখোন রাটচাসিমা প্রদেশে একটি চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ৩২ জনের মৃত্যু হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় দেশটির নির্মাণ নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুটি প্রকল্পেরই প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট’। পরপর এই দুটি বড় দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটির সব প্রকল্পের কাজ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে থাই সরকার। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *